İndirmek Happymod App
Almak için বাড়ী তৈরির যাবতীয় হিসাব Mod APK son sürüm
বাড়ী তৈরির যাবতীয় হিসাব
নির্মাণশিল্পের সমস্যা ও সমাধানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভবনগুলো ভূমিকম্প–সহনীয় কি না? ঝুঁকিপূর্ণ ভবন এবং অন্যান্য অবকাঠামো মানুষের জীবন ও সম্পদ ধ্বংস করতে পারে। নির্মাণকাজে ব্যবহৃত রড, সিমেন্ট, ইট, বালু ও অন্যান্য সামগ্রী মানসম্মত কি না, সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
অন্যদিকে নির্মাণকাজে প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই বাড়ি নির্মাণ করার সময় রাজউকের বিধিবিধান সঠিকভাবে মানা হয় না। নির্মাণশিল্পের এসব সমস্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে ভূমিকম্পে বিপর্যয়ের আশঙ্কা থেকেই যায়। এসবই আজকের আলোচনার বিষয়। এখন আলোচনা করবেন নজরুল ইসলাম
নজরুল ইসলাম
নজরুল ইসলাম: নির্মাণ নিয়ে মানুষের আগ্রহ ও দুশ্চিন্তা—দুটোই আছে। এ ক্ষেত্রে সরকারসহ সংশ্লিষ্ট সবার সচেতনতা অত্যন্ত জরুরি। শহরের ৭০ শতাংশ বাড়িই আধা পাকা ও কাঁচা। মাত্র ৩০ শতাংশ পাকা বাড়ি। এটা নিয়েই আমরা চিন্তিত।
সরকারের দিক থেকে ভবন নির্মাণের বিধিবিধান, নীতি, আইন—সবই আছে। এগুলো মানলে আর কোনো সমস্যা থাকার কথা নয়। মূল বিষয় হচ্ছে কতটুকু মানা হচ্ছে? নিয়মকানুন মানার ব্যাপারে ভয়াবহ ঘাটতি আছে। ভবন নির্মাণের ক্ষেত্রে যতটুকু জায়গা উন্মুক্ত রাখা প্রয়োজন, প্রায় কেউই সেটা রাখছেন না। আবার রাজউকও এসব ঠিকভাবে তদারক করতে পারছে না। এসব বিষয় দেখা দরকার।
জনবহুল নগের উঁচু ভবন হতেই পারে। দেশে বোধ হয় সর্বোচ্চ ৩৮ তলা ভবন আছে। ৪০ তলা এখনো হয়নি। দুই সিটি করপোরেশনে লোকসংখ্যা হয়তো এক কোটি হবে। আগে আয়তন ছিল ১৪০ বর্গকিলোমিটার, এখন আরও ১৬টি ইউনিয়ন যুক্ত হলে আয়তন হবে ৩০০ বর্গকিলোমিটার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৩৩ হাজারের বেশি।
ব্যাংকক, হংকং ইত্যাদি জনবহুল শহরে ৪০ থেকে ৫০ তলা ভবন আছে। আমাদেরও হয়তো উঁচু ভবন তৈরির প্রয়োজন হবে। সব ক্ষেত্রেই নির্মাণ বিধিমালা সঠিকভাবে প্রয়োগ ও নির্মাণসামগ্রীর মানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এসব বিষয় নিয়ে অবশ্যই গবেষণা হওয়া উচিত।
উঁচু ভবন হয়তো আমাদের করতেই হবে। এ ক্ষেত্রে এর সামাজিক ও প্রযুক্তিগত—দুই ধরনের গবেষণার প্রয়োজন।
Kategori
En Son Sürüm
1.0.0
Güncellendi
2020-10-20
Yükleyen
Shopno Apps
Android gerektirir
4.1 and up
1.Oran
2.Yorum
3.İsim
4.E-posta